দিল্লিতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

দিল্লিতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) আরও ছয়জনের মৃত্যুর খবর জানিয়েছে গুরু তেগ বাহাদুর হাসপাতাল। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জন।

যদিও সরকারি হিসাবে অবশ্য এখনও মৃত্যুর সংখ্যা ৪৪। রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৫ জন, লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে ৩ জন ও জগপ্রবেশ চন্দ্র হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

উত্তর-পূর্ব দিল্লির জেলাশাসক শশী কৌশল জানিয়েছেন, তাদের হিসাবে মৃত্যুর সংখ্যা এখনও ৪৪। কারণ গুরু তেগ বাহাদুর ছাড়া অন্য হাসপাতালে নিহতেরা দিল্লির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

এরইমধ্যে সুপ্রিম কোর্টের তিন সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, বিক্রমজিৎ সেন ও এ কে পট্টনায়ক উত্তর-পূর্ব দিল্লির হিংসাদীর্ণ এলাকার পরিস্থিতি দেখতে যান।

অবসরপ্রাপ্ত বিচারপতি জোসেফ বলেন, আমরা শুধু পরিস্থিতি দেখতে দেখতে এসেছি। কে দোষী তা দেখতে যাইনি। দেখলাম, বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। গাড়ি, দামি জিনিসপত্র খোয়া গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে পরিস্থিতি আরও খারাপ। কারণ মানুষ বাড়ি ফিরতেই ভয় পাচ্ছেন।

দিল্লি পুলিশ জানায়, দিল্লীর সহিংসতায় এখনও পর্যন্ত ৬৫৪টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে ৪৭টি অভিযোগ অস্ত্র আইনের। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন