যাবার বেলায় সাকিবের জন্য কাঁদল মাশরাফির মন

জিম্বাবুয়েকে হারিয়ে দেশের একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে সংস্করণে ৫০তম জয়ের স্বাদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ যেহেতু তার অধিনায়ক হিসেবে শেষ। তাই আবহ ছিল ভিন্ন।

জয়ের পর সবার প্রচেষ্টার প্রশংসা করেছেন মাশরাফি। দিয়েছেন ধন্যবাদ। পাশাপাশি জানিয়েছেন, সাকিব থাকলে আরও বেশি ভালো লাগত তার।

‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। ছেলেরা ছিল অসাধারণ। তারা দলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। আমি দলের সব ছেলেদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সাকিবকে, সে যদি এখানে থাকত তাহলে অন্যরকম লাগত। সবাইকে ধন্যবাদ।’

এর আগে নিজের ফেসবুক পেজে মাশরাফিকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। যার পরতে পরতে উঠে এসেছে মাশরাফির প্রতি সাকিবের ভালোবাসা।

‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সবসময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ জুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কীভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও।’

‘নিজের উদ্যোমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবো না কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটাজীবন থাকবেন আমাদেরই মাঝে। সবসময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় গত বছরের অক্টোবরে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতিয়েছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন