যেতে নাহি দিব হায়

এটাই তো নিয়ম। আজ না হয় কাল একদিন তো বিদায় বলতেই হবে। তবে মানুষটা যখন মাশরাফি, তখন তো ধরে রাখতেই মন চায় সতীর্থদের।

আজ (৬ মার্চ) সিলেটে জিম্বাবুয়েকে হারানোর পর তেমনি এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। অবশ্য জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে চোখেমুখে রাজ্যের হাসি নিয়ে আশার কথাই শোনান ম্যাশ, ‘৩-০ ব্যবধানে সিরিজ জেতায় খেলোয়াড়দের জন্য ভালো লাগছে।’

‘ওদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তা অবিস্মরণীয়। কোচদের কাছ থেকেও পেয়েছি। আশা করি নতুন অধিনায়ক দলকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সামনে বিশ্বকাপ আছে।’

অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে ১৭৬ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন লিটন দাস। ১২৮ করেছেন তামিম। দুজনকে নিয়ে মাশরাফি বলেন, ‘লিটন অসাধারণ ব্যাট করেছে। তামিমও। সে হয়তো একটু চাপে ছিল। এটা কেবল শুরু। সামনে বড় সিরিজ আছে। আশা করি ওরা রান করে যাবে।’

পাশাপাশি মুস্তাফিজ ও সাইফউদ্দিনের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘সব সময় বলেছি মোস্তাফিজ আমাদের চ্যাম্পিয়ন। সাইফউদ্দিন তরুণ, ফিরেও এসেছে দুর্দান্তভাবে। আশা করি ওরা ভালো খেলাটা ধরে রাখবে।’

আপনি আরও পড়তে পারেন