সাভারে মেয়রের বাসায় টাকা ও স্বর্ণালংকার চুরি!

সাভারের পৌর মেয়রের বাসা থেকে নগদ প্রায় দুই লাখ টাকা ও ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে পৌর মেয়রের দাবী এটা ঘটনা শুধু চুরি নয়, তার ওপর হামলার পরিকল্পনা নিয়ে এসেছিলো দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে সাভার পৌর মেয়র আব্দুল গনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

পৌর মেয়র জানান, আমার চারতলা বাড়ির ২ য়তলার একটি কক্ষে আমি ঘুমাই। গতরাতে সেখানে না ঘুমিয়ে বাড়ির অন্য একটি কক্ষে ঘুমাই। ফলে হামলাকারী পরিকল্পনা করে আসলেও আমাকে কক্ষে পাইনি।

এছাড়া আমার রুম বাইরে থেকে বন্ধ ছিলো। ফলে ঐ রুমের থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।পরে চারতলায় অন্য একটি রুমে গিয়ে নগদ আরও কিছু টাকা তারা নিয়ে যায়।

পৌর মেয়র আব্দুল গনি আরও জানান, আমার বাসায় লাইন্সেসকৃত ৪ টি বন্দুক রয়েছে। চোর আসলেও, তারা কিন্তু সেই বাড়ির খোঁজ-খবর নিয়ে চুরি করে। এটা মুলত চুরি উদ্দেশ্যে আসেনি। আমাকে পরিকল্পিত হামলা করতে এসেছিল বলে আমার মনে হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ সায়েদ জানান, মেয়রের বাসায় রহস্যজনক ভাবে একটি চুরি ঘটানা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন