ডাকাতি ও ধর্ষণের জন্য মাদক দায়ী: মাশরাফী

মাদকের সিন্ডিকেট ভাঙতে হবে, এজন্য আমিও মাঠে থাকবো- নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা উপজেলার লাহুড়িয়ায় এমনই মন্তব্য করেন। এছাড়াও সমাজের চুরি, ডাকাতি, ধর্ষণ, সন্ত্রাসসহ সবকিছুর জন্য মাদক দায়ী বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১১ মার্চ) অবহেলিত ও বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলতে মাশরাফী বিন মোর্ত্তজা লাহুড়িয়া হাফেজ আবদুল করিম একাডেমি মিলনায়তনে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করেন। সেখানে বক্তব্য দেয়ার সময়ে তিনি এসব কথা বলেন।

মাশরাফী আরো বলেন, মাদক সিন্ডিকেট ভাঙতে হবে। আমাকে বললে আমিও মাঠে থাকব। এলাকার উন্নয়নের জন্য সব জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরা কেউ দুর্নীতিতে জড়াবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। এলাকার বিভিন্ন সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে। এরইমধ্যে ৩৮টি খেলার মাঠ উন্নয়নে তিন লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাউদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, শিক্ষক রাখিয়া খানম, নজরুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম ও চিকিৎসক শামসুর রহমান।

 

 

 

আপনি আরও পড়তে পারেন