ভারতীয় জাহাজের ধাক্কায় ডুবে গেল বাংলাদেশি বার্জ

ভারতের পশ্চিমবঙ্গে জাহাজের ধাক্কায় হুগলি নদীতে পণ্যবাহী বাংলাদেশি বার্জ ডুবির ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এইসময় এ তথ্য জানিয়েছে। বার্জে থাকা ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এইসময় জানায়, বৃহস্পতিবার ( ১২ মার্চ) ‘এমভি মমতাময়ী মা’ নামে ওই বার্জের সঙ্গে কলকাতা বন্দরের একটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গে ডুবে যায় বাংলাদেশি পণ্যবাহী ওই বার্জটি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বার্জ পুরোপুরি ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায়। তবে নিরাপদে উদ্ধার করা হয়ে মমতাময়ীর ১৩ জন ক্রুকে। বজবজের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইঅ্যাশ ভরে বাংলাদেশে ফেরত যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার বিষয়ে কলকাতা পোর্ট ট্রাস্টের মুখপাত্র সঞ্জয় মুখোপাধ্যায় জানান, কলকাতা ‘ডিভি রবীন্দ্র’ নামে জাহাজটি মেরামতের সামগ্রী নিয়ে আসছিল। সেই সময় বাংলাদেশি বার্জের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। তবে ওই বার্জের ১৩ জন ক্রু নিরাপদে রয়েছেন।

এদিকে পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

https://www.youtube.com/watch?v=iUdZUIv39PM

আপনি আরও পড়তে পারেন