পিএসএল ছাড়ার অনুমতি পেলেন বিদেশি ক্রিকেটাররা

করোনা ভাইরাসের কারণে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট ছাড়ার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। অর্থাৎ, বিদেশি ক্রিকেটাররা চাইলে খেলা ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।

জানা গেছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এবং ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটাররা পিসিবির কাছে অনুরোধ করেছিলো তাদের টুর্নামেন্ট ছাড়ার অনুমতি দেয়ার জন্য।

এদিকে পিএসএলের বাকি সব ম্যাচ করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া প্রতিরোধে ম্যাচগুলোতে কোনো দর্শক না রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২২ মার্চ পাকিস্তান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন