কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
মোফাজ্জল হক স্টাফ রিপোর্টার,
“নেশা মুক্ত সমাজ চাই সুস্থ দেহে বাঁচতে চাই “প্রতিপাদ্য কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা জাগরণ স্পোটিং ক্লাব আয়োজিত শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 খেলায় অংশগ্রহণ করেন আমরাইদ পপুলার লাইফ ইনস্যুরেন্স ফুটবল একাদশ বনাম  লোহাদী সততা যুব সংঘ ফুটবল দল। আজ (১৪ মার্চ) বিকেলে উত্তর খামের ঈদগা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা হয়।
 গাজীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন  খানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তরগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আয়ুবুর রহমান সিকদার।
উদ্বোধক হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন মানিক,টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এবিএম সাইফুল ইসলাম মোল্লা,ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা মতিন , কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী, ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন খান, স্পন্সার ছিলেন জিলন উদ্দিন বেপারী সহ বিভিন্ন এলাকা থেকে আশা দর্শনার্থীরা খেলা উপভোগ করেন।
খেলায় আমরাইদ পপুলার ইন্সুরেন্স একাদশ ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে লোহাদী সততা যুব সংঘ ফুটবল দল ফাইনালে উন্নীত হয়।
https://www.youtube.com/watch?v=vLL0Rdv0NkA

আপনি আরও পড়তে পারেন