রাস্তায় বিনামূল্যে মাস্ক দিলেন সঙ্গীতশিল্পী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে সচেতন করলেন সঙ্গীতশিল্পী সিঁথি সাহা। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে বিনামূল্যে মাস্ক বিলি করলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন মঙ্গলবার (১৭ মার্চ) সারা শহর ঘুরে ঘুরে নিজ হাতে মাস্ক বিলি করেছেন সিঁথি সাহা।

সিঁথি এদিন ধানমণ্ডি, সংসদ ভবন এলাকা, কারওয়ান বাজার ও বাংলামটর এলাকার ট্রাফিক পুলিশ, সাধারণ পথচারী ও ভাসমান দোকানি যারা এ পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করছেন না তাদের হাতে মাস্ক তুলে দেন।

এ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, আমি সবসময় আমার সাধ্যনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। দেশের এমন পরিস্থিতে আমাদের একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। বিশেষ করে শিল্পীদের আরও বেশি প্রয়োজন। একজন শিল্পী হিসেবে প্রত্যেকের উচিত একে অন্যের পাশে দাঁড়ানো।

গত বছরের শেষের দিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে চীনের উহানে। কিন্তু সেখানেই আটকে থাকেনি এ মারণ ভাইরাস। ১৩০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। সারা বিশ্বের প্রায় ৮ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এক লাখ ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

 

 

 

আপনি আরও পড়তে পারেন