শৈলকুপায় চাল ব্যবসায়ীদের জরিমানা

এম বুরহান উদ্দীন শৈলকুপা, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না ঝুলানো ও অধিক মূল্যে চাউল বিক্রির অপরাধে ৬ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার(২২মার্চ) বিকালে উপজেলার হাটফাজিলপুর বাজার ও ভাটই বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট পার্থ প্রতিম শীল। এ সময় উত্তম চাউল ভান্ডার কে ১৫ হাজার মধুসূদন চাউল ভান্ডার ১০ হাজার, ভাই ভাই ষ্টোর ১৫ হাজর, কৃষ্ণ দে ষ্টোর ৫ হাজার, নিরঞ্জন ষ্টোর ১০ হাজার ও ভাটই বাজারে রামপ্রসাদ এর চাউল ভান্ডার ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৬ টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন