লকডাউনকে অনেকেই তোয়াক্কা করছে না: মোদি

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ভারতের ১৩ রাজ্য ও ৮০ জেলার মধ্যে অধিকাংশ জায়গাতেই লকডাউন শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিকেল ৫টার পর কলকাতাসহ বাংলার প্রায় সব জেলায় জরুরি সেবা ছাড়া সবই বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন পরিস্থিতে অনেকেই লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২৩ মার্চ) সকালে তিনি টুইট করে বলেন, এখনও অনেকেই লকডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। সরকার যে নির্দেশ দিয়েছে সেগুলো পালন করুন।

এর পর কিছুটা কড়া ভাবেই বার্তা দিতে চেয়েছেন সবাইকে। তিনি বলেন,স রাজ্য সরকারগুলোর কাছে অনুরোধ করছি আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নিন।

আপনি আরও পড়তে পারেন