ঢাকা-১ আসনের সাংসদ ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই হস্তান্তর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের সুরক্ষার জন্য ৪৮ সেট পিপিই সহ দুটি স্প্রে মেশিন, ব্লিসিং পাউডার ও হাত মোজা হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের কাছে এসব হস্তান্তর করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে যৌথ ভাবে এসব দেওয়া হয়। উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু সর্বাত্মক সহায়তা করেন।
এব্যাপারে ডা. মো. শহিদুল ইসলাম জানান, আল্লাহর রহমতে নবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, ডা. হর-গোবিন্দ সরকার অনুপ, থানার ওসি তদন্ত মোজাম্মেল হোসেন প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন