করোনা কেড়ে নিল বিশ্বের ৬৪ হাজারের বেশি প্রাণ

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় কার্যত অচল পুরো বিশ্ব। এই ভাইরাসে অনেকেই গৃহবন্দী থেকে বাঁচাতে পারছেন না নিজেদের। এরই মধ্যে করোনার ছোবলে বিশ্বব‌্যাপী প্রাণ হারিয়েছেন ৬৪ হাজারের বেশি মানুষ। এ সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।

আর এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৮২ হাজার ৮৩৪ ছাড়িয়েছে। এছাড়ও সুস্থ হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২৩২ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। এ সারিতে সবার ওপরে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৬৮১ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দেশটিতে এ ভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৭৪৪ জন।

এদিকে করোনাভাইরাসের প্রকোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত দুই লাখ ৭৭ হাজার ৫২২ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে সাত হাজার ৪০৩ জনের। করোনার উৎপত্তিস্থল চীনে ৮১ হাজার ৬৩৯ জন করোনায় আক্রান্ত, মৃত তিন হাজার ৩২৬ জন।

এদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এখন পর্যন্ত দেশে আটজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আপনি আরও পড়তে পারেন