নবাবগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যপণ্য নিয়ে পাশে দাড়িয়েছেন সেনাবাহিনী

ঢাকার নবাবগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য পণ্য উপহার নিয়ে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার সকালে উপজেলার শোল্লাসহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে খেটে খাওয়া কর্মহীন শ্রমজীবিদের মাঝে উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবন, চিনি, আটাসহ বিভিন্ন খাবার সামগ্রী পৌঁছে দেন। সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির এমন দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর নবাবগঞ্জে দায়িত্বরত সদস্যরা হতদরিদ্রের পাশে দাড়িয়েছেন৷
বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্রদের খাবারের কথা জিজ্ঞেস করে খাবার পৌঁছে দেওয়ায় তাদের এমন উদ্যোগে উচ্ছ্বসিত এসব পরিবার। শুধু তাই নয়, করোনা প্রতিরোধে নবাবগঞ্জে কাজ করে যাচ্ছেন বলে অনেকটাই নিরাপদে রয়েছে জনগণ এমনটাই বলছেন নবাবগঞ্জবাসী৷
খাবার সামগ্রী পেয়ে শোল্লা এলাকার এক প্রতিবন্ধী জানান, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমার বাড়িতে সেনাবাহিনী আসবে কখনো ভাবতেই পারিনি৷ যখন রাস্তায় গাড়ি ভীড়লো তখনও বিশ্বাস হয়নি৷ যখন কাছে এসে ডেকে বলে আপনি কি করেন, আপনার কি খাবার লাগবে, ঠিক তখনই বিশ্বাস হলো আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি। তখন গর্বে মনটা ভরে গেল৷ তিনি আরও বলেন, সেনাবাহিনী আমাদের বাংলাদেশের অহংকার। তাদের জন্য পুরো দেশের নাগরিক গর্বিত। দোয়া ও ভালোবাসা রইলো তাদের প্রতি৷
এবিষয়ে সেনাবাহিনীর মেজর রাশাদ  বলেন, মানুষ মানুষের জন্য। করোনার এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খাবার সামগ্রী হিসেবে উপহার নিয়ে অসহায় দরিদ্র ও কর্মহীন শ্রমজীবিদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি আরও বলেন, লোকজনকে ঘরে থাকতে উৎসাহ প্রদানের লক্ষ্যে আমরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার কার্যক্রম পরিচালনা করছি। ঘরে থাকুন সুস্থ থাকুন। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন৷

আপনি আরও পড়তে পারেন