কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত অর্ধশত ছাড়ালো কারারক্ষী স্বাস্থ্যকর্মী সহ আরো ৮ জন পজেটিভ

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ :

কেরানীগঞ্জে প্রতিদিনই হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার ঢাকার এই উপজেলায় একজন কারারক্ষী, একজন স্বাস্থ্যকর্মীসহ আরো ৮ জনের করোনা সংক্রমন ধরা পড়েছে। এনিয়ে কেরানীগঞ্জে ৫৪ জনকে পজেটিভ বলে সনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন। জানা গেছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্য কর্মী রয়েছেন। তার বাসা শুভাঢ্যা ইউনিয়নে। কারারক্ষীর বয়স ২৮, স্বাস্থ্যকর্মীর বয়স ৪০। এছাড়াও শুভাঢ্যার জিয়ানগরে ৬০ বছর বয়স্ক এক পুরুষ, একই ইউনিয়নে ৪১ বছরের এক মহিলা ও ২০ বছরের এক যুবক, জিনজিরার হাউলী (জিনজিরা গার্লস স্কুলের কাছে) এলাকায় ২৮ বছরের এক পুরুষ, একই ইউনিয়নের আমিরাবাগ এলাকায় ৩২ বছরের এক পুরুষ ও তেঘরিয়ার বেয়াড়া এলাকায় ২৫ বছরের এক পুরুষের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম জানান, যে কারারক্ষী করোনা পজেটিভ হয়েছে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি অসুস্থ অাসামীদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। এতে ধারনা করা হচ্ছে, নিরাপত্তা ডিউটি করতে গিয়ে কোনো হাসপাতাল থেকে ওই কারারক্ষী করোনা সংক্রমিত হয়েছেন। ওই কারারক্ষীকে জিনজিরা ২০ শয্যা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় কেরানীগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত রোগী বাড়ছে। করোনা আক্রান্তদের জন্য কাজ করতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার ও দুইজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

আপনি আরও পড়তে পারেন