করোনায় আক্রান্ত সিটি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুজতবা শাহরিয়ার (৪০) মারা গেছেন। এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে দেশে একজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হলো।

রোববার সকালে ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মুজতবা শাহরিয়ার করোনাভাইরাসের রোগী ছিলেন বলে নিশ্চিত করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান।

বিকেলে তাকে তালতলা কবরস্থানে দাফন করেছেন আইনশৃংখলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আইনশৃংখলা বাহিনী তার পরিবারের এক সদস্যকে দাফন করার সময় উপস্থিত থাকার অনুমতি দিলেও মরদেহ দেখার অনুমতি দেওয়া হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষর বরাত দিয়ে শাহরিয়ারের স্ত্রী গণমাধ্যমকে জানান, তার স্বামী মারা যাওয়ার পরে পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। তার আগে দু’বার পরীক্ষা করা হলেও নেগেটিভ এসেছিল। হাসপাতাল থেকে তার পরিবারের সদস্যদের বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন