দোহারে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ সম্পূর্ণ

 ঢাকার দোহার উপজেলায় প্রতিটি মসজিদে করোনা ভাইরাস সংক্রমণ কোভিড ১৯ রোগ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করার খবর পাওয়া গিয়েছে। সরকার ও প্রশাসনের বেঁধে দেওয়া বিধি নিষেধের প্রতি সন্মান জানিয়ে দু’দিন আগেই মাইকিং করে মসজিদে মসজিদে জানান দেওয়া হয়। ২৫ মে সোমবার সকাল ৭.৩০ মিনিট থেকে উপজেলার বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ শুরু হয়ে সকাল ৯ টা পর্যন্ত এবং কোন কোন মসজিদে একাধিক জামাতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা ভাইরাস সংক্রমণ কোভিড ১৯ রোগ প্রতিরোধে আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করা হয়। উপজেলার বাস্তা দারুল কুরান ইসলামিয়া মাদ্রসার পরিচালক হাফেজ কারী আব্দুল ওহাব দোহারি ইমামতি করেন এখানে পৃথিবীর সকল মুসলমান ও বর্তমান সংক্রমণ রোগ নিরসনের উপর মানবজাতির কল্যান কামনা করে বাংলাদেশের সার্বভৌমত্ত রক্ষা ও দেশ পরিচালনায় সরকার প্রশাসনের দীর্ঘয়ূ কামনা করে এই মহামারী হাত থেকে মানবজাতিকে ক্ষমা করে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘ সময় দোয়া পাঠ করেন। দৈনিক আগামীর সময় পত্রিকার সহকারী সম্পাদক আবুল হাশেম ফকির নামাজ আদায়ে শরিক হয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের প্রত্যক্ষ পর্যবেক্ষন করেন।

আপনি আরও পড়তে পারেন