ফ্রান্সে ঢুকতে পারবেন না ১৬ দেশের নাগরিক

গণহারে করোনার পরীক্ষা করাতে নতুন উদ্যোগ নিয়েছে ফ্রান্স। প্রেসক্রিপশন ছাড়াই দেশটির ল্যাবরেটরিতে হচ্ছে করোনার পরীক্ষা। এভাবে সপ্তাহে কয়েক লাখ মানুষের পরীক্ষা সম্ভব বলে আশা কর্তৃপক্ষের। এছাড়াও সাধারণ মানুষকে একাধিকবার ব্যবহারযোগ্য মাস্ক দেওয়ার চিন্তা করছে ফরাসি সরকার।

যুক্তরাষ্ট্র ,ব্রাজিল, বাহরাইন ওমান সহ বিশ্বের ১৬টি দেশের নাগরিকদের এখন থেকে  ফ্রান্সের বিমান বন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে করোনার ছাড়পত্র লাগবে।একই সাথে বিমানবন্দরে তাদেরকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা করাও হবে। আর যাদের মধ্যে করোনার পজিটিভ পাওয়া যাবে অবস্থাভেদে সরকারি ব্যবস্থাপনায় তাদের হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলোশনে রাখা হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।

দেশটির প্রধানমন্ত্রী জন কাস্টেক্স এক ঘোষণায় এ কথা জানিয়েছেন।

তালিকায় থাকা দেশগুলি হচ্ছে – আমেরিকা, ব্রাজিল, আলজেরিয়া ,তুর্কি,দক্ষিণ আফ্রিকা,  ইসরাইল  ,সংযুক্ত আরব আমিরাত,ওমান ,সার্বিয়া, কাতার , বাহরাইন,  মাদাকাসকার, পানামা ,পেরু,কুয়েত ও ভারত ।

বিমান বন্দরে প্রতিদিন তিন হাজার যাত্রীকে টেস্ট করা হবে বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন