নবাবগঞ্জে করোনা নিয়ে নারীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মালতী শীল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। মৃত মালতী শিকাড়ীপাড়া ইউনিয়নের গঙ্গাদিয়া জাহানাবাদ গ্রামের শান্তা শীলের স্ত্রী।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, মালতী শীল করোনা উপসর্গ নিয়ে রাজধানীর এক হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে তার নমুনা পরীক্ষা করানো হয়। ফলাফল পজেটিভ আসে। পরে সেখান থেকে গ্রামের বাড়িতে আসে। অবস্থা অবনতি দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়া হয়। এ্যাম্বুলেন্সে আনার পথে সে মারা যায়।
ডা. অনুপ জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে পরে উপজেলা সৎকার কমিটির প্রধান অনুপম দত্ত নিপুর নেতৃত্বে উপজেলার সদর কলাকোপা শ্মশানে দাহ কার্য সম্পাদন করেন বলেন জানান এ চিকিৎসক।

 

আপনি আরও পড়তে পারেন