বিজিবি সদস্যদের বাসেই চাঁদাবাজি, গ্রেফতার ১

খাগড়াছড়ি-পানছড়ি জেলা সড়কের দেওয়ান পাড়া এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টায় এক চাঁদা আদায়কারীকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় চাঁদাবাজরা বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছোঁড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায় শুক্রবার রাতে পানছড়ি ৩ বিজিবি’র ৩১ জন সদস্য শান্তি পরিবহন করে ছুটিতে যাওয়ার সময় খাগড়াছড়ি সড়কের দেওয়ান পাড়ায় পৌঁছালে একটি আঞ্চলিক সংগঠনের দুইজন চাঁদাবাজ মোটরসাইকেল যোগে পিছন থেকে দ্রুত গতিতে বাসটির সামনে গিয়ে বাসের গতিরোধ করে।

এর মধ্যে একজন বাসটিতে উঠে তাদের সিগনাল অমান্য করার অভিযোগ তুলে বাসের ড্রাইভারকে গালমন্দ, কিলঘুষি ও তাদের চাঁদার বাৎসরিক রশিদ দেখাতে বলে অন্যথায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় কথাকাটাকাটির ফাঁকে বিজিবি’র সদস্যরা তাকে ধরে ফেলে।

পরে অবস্থা বেগতিক দেখে অপর সহযোগী বাসটিকে লক্ষ করে বেশ কটি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আটককৃত চাঁদাবাজ রোমান্ত চাকমা অনিয়ন পানছড়ি উপজেলার লতিবান ছড়া (অরনিপাড়া) এলাকার বরগুনা গ্রামের ধনঞ্জয় চাকমার ছেলে পরে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত অনিয়ন চাকমার বিরুদ্ধে ৩৪১/৩৮৫/৩৮৭/৩০৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬, তারিখ ২৮/৮/২০২০ ।

 

 

আপনি আরও পড়তে পারেন