করোনা ঠেকাতে সতর্ক অবস্থানে বিসিবি

মিরপুরে বেশ ক’জন মাঠকর্মীর করোনা আক্রান্তের খবরের পর সতর্ক হয়েছে বিসিবি। ঢাকার বাইরেও অনুশীলন ভেন্যুগুলোতে বাড়তি নজর দেবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক শফিউল ইসলাম নাদেল।

করোনার ভয়াল থাবায় দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এর মাঝেও বিসিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঢাকা ও ঢাকার বাইরের ভেন্যু গুলোতে অনুশীলন চালু করে। গেল প্রায় একমাস ধরে চলে অনুশীলন। কয়েক দফা বিরতি দিয়ে চালু থাকলেও কখনো বন্ধ হয়নি অনুশীলন।

তবে, ক’দিন আগে মিরপুরের বেশ কিছু মাঠ কর্মীদের করোনা ধরা পড়ায়, ৩ দিনের জন্য বন্ধ করা হয় মুশফিকদের অনুশীলন। ক্রিকেটারদের করোনা ঝুঁকি এড়াতে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত, জানিয়েছিল বিসিবি। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো সতর্ক হবার আহ্বান তার।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাদের এখানে কয়েকজনের লক্ষণ দেখা যাচ্ছে তারা ক্রিকেটারদের সাপোর্ট স্টাফ। এ কারণে কয়েকটা দিন অনুশীলন বন্ধ করেছি। আমরা তিনদিন অফ রেখেছি। এদের মধ্যে কয়েকজনের পজিটিভ এসেছে।’

আপনি আরও পড়তে পারেন