ইউএস ওপেন থেকে বহিষ্কার জোকোভিচ

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস বিশ্বে যার প্রভাব-আধিপত্য কোন অংশে কম নয়। বিশ্বের এক নম্বর টেনিস তারকা হিসেব শুধু খেলা না, কখনো কখনো শিরোনাম হয়েছেন বিতর্কিত নানা বিষয়েও।

এবার খেলা চলাকালীন বিতর্কিত কাজ করে বিস্ময়ের জন্ম দিয়েছেন জোকোভিচ। যা কিনা একেবারেই বেমানান ঘটনা এই টেনিস তারকার জন্য। যে কারণে বড় ধরনের শাস্তিও পেতে হয়েছে তাকে। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে খেলছিলেন নোভাক জোকোভিচ। খেলা চলাকালে পয়েন্ট হারানোর ক্ষোভে বল দিয়ে আঘাত করে বসেন এক নারী লাইন জাজের গলায়। ইচ্ছাকৃতভাবেই এমন কাণ্ড ঘটিয়ে বসেন জোকোভিচ। এর কারণে কড়া শাস্তি পেতে হয়েছে তাকে।

এ ঘটনার পর সঙ্গে সঙ্গেই জোকোভিচকে খেলা থেকে বহিষ্কার করা হয়। এ ঘোষণার পরই সবকিছু গুটিয়ে নিয়ে স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে হয় তাকে। এ ঘটনায় এবারের মত ইউএস ওপেনের দরজা বন্ধ হয়ে গেল বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকার।

পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম সেটে ঘটে এই ঘটনা। ১১তম গেমে ৫-৬ পিছিয়ে গিয়ে জোকোভিচ হতাশায় বলে আঘাত করেন। যা গিয়ে লাগে ওই নারী লাইন জাজের গলায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেই জাজ। এ ঘটনায় ওই নারীকে সান্ত্বনা দেন এবং দুঃখ প্রকাশ করেন জোকোভিচ।

এরপর টুর্নামেন্ট সুপারভাইজার ও রেফারি সোয়েরেন ফ্রিয়েমেল কথা বলেন চেয়ার আম্পায়ার অরলি টোর্টে এবং আন্দ্রেস এগলির সঙ্গে। এর কিছুক্ষণ পরই ইউএস ওপেন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দেয়া হয় জোকোভিচকে।

তবে এ ঘটনায় ২০০৪ এর পরে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামে রজার ফেদেরার, রাফায়েল নাদাল কিংবা জোকোভিচকে সেমিফাইনালে দেখা যাবে না।

আপনি আরও পড়তে পারেন