কক্ষপথে পৌঁছল না চীনের স্যাটেলাইট

ব্যর্থ হলো চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচি। প্রযুক্তিগত ত্রুটির রোববার অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে পারেননি চীনা বিজ্ঞানীরা।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যর্থতা নিয়ে এরিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

চীনের সরকারি মুখপত্র ‘গ্লোবাল টাইমস’-এর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রোববার চীনের স্থানীয় সময় বেলা ১টা ২ মিনিটে জিউকুয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘জিলিন-১ গাওফেন ০৩সি’। কুয়াইঝাও-১এ লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ ঠিকঠাক হলেও প্রযুক্তিগত ত্রুটির জন্য নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি।

তবে নির্দিষ্ট কী কারণে এই কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপিত হয়নি, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। শুধু বলা হয়েছে, ‘অস্বাভাবিক পারফরম্যান্স’-এর জন্য মিশন ব্যর্থ হয়েছে।

প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে গ্লোবাল টাইমস বলছে, এই মিশনের বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

 

 

আপনি আরও পড়তে পারেন