ভারতে সন্দেহভাজন ৯ জঙ্গি গ্রেফতার

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই পৃথক দুটি রাজ্যে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এনআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি, গ্রেফতারকৃতরা আল-কায়দার সদস্য এবং দিল্লিতে বড় ধরনের কোনও নাশকতার পরিকল্পনা করছিল।

এনআই সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই গোয়েন্দা সংস্থা ফাঁদ পেতেছিল। তাদের মোবাইল নম্বর ট্র্যাক কো হচ্ছিল। সেই মতোই শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মহকুমার ডোমকল থেকে ৬ ব্যক্তিকে গ্রেফতার করে এনআইয়ে। এবং অপর অভিযান চালানো হয় কেরালার এরনাকুলামে।

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, কেরলা ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারকৃতরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা।

এনআই আরও দাবি করেন, আগ্নেয়াস্ত্র এবং জেহাদি বই ছাড়াও ধারালো অস্ত্র উদ্ধার করেছে তাদের কাছ থেকে। সেই সঙ্গে দিল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি এবং ম্যাপও পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। শনিবারই তাদের আদালতে তোলার কথা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব বিশ্বাস, মুরশিদ হাসান এবং মোশারফ হোসেনকে কেরল থেকে এবং আবু সুফিয়ান, আতাউর রহমান, এনান আহমেদ, মইনুল মন্ডল, নাজমুস সাকিব, আল মামুন কামাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গসহ উত্তর ও দক্ষিণ ভারতের ৯টি রাজ্যে নতুন করে জঙ্গিরা তাদের নেটওয়ার্ক তৈরি করছে। এরপরই দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী গোয়েন্দা সংস্থাগুলো আরো সক্রিয়ভাবে কাজ শুরু করে।

 

 

 

আপনি আরও পড়তে পারেন