দোহারে ওষুধ কোম্পানির ম্যানেজারকে পিটিয়ে জখম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহারে তুচ্ছ ঘটনার জের মো. আদনান (৪০) নামে এক ওষুধ কোম্পানির ম্যানেজারকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে ওষুধের দোকানের দুই কর্মচারী। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্রিপশনে লেখা ওষুধ ঘুরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এভারিস্ট ফার্মাসিউটিক্যালের ম্যানেজার হিসেবে দোহার উপজেলার দায়িত্বে থাকা মো. আদনানের সঙ্গে সরকারি হাসপাতাল রোডের তৃষা ফার্মেসীর দুই কর্মচারী রোহান ও সিয়ামের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রোহান লোহার রড দিয়ে ম্যানেজার আদনানকে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে দোহার থানা পুলিশ।
দোহার থানার এসআই মো. মাসুম জানান, এ বিষয়ে এভারেস্ট ফার্মাসিউটিক্যালের আরএসএম হাবীবুর রহমান বাদি হয়ে শনিবার দুপুরে দোহার থানায় তৃষা ফার্মেসীর মালিক হরেকৃ সরকার সহ তিনজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছে।

আপনি আরও পড়তে পারেন