মোংলায় মাদক সম্রাজ্ঞী তারা বানু গ্রেফতার

মোংলায় তিন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদক সম্রাজ্ঞী তারা বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে কুমারখালী এলাকার তার নিজ বাসার পাশ থেকে পুলিশ তাকে আটক করে। আটক তারা বানু উপজেলার চাদপাই ইউনিয়নের মাছমারা এলাকার মৃত রুমী সরদারের স্ত্রী।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানায়, মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় ও এর আশপাশে প্রথম মাদকের প্রচলন চালু করেছে ফিরোজ তালুকদার, রুমী সরদার ও তার স্ত্রী তারা বেগম ওরফে তারা বানু। এদের হাতধরেই এলাকায় মাদকের বিস্তার লাভ করে। ইতি পূর্বে তারা বানু বেশ কয়েকটি মাদক মামলায় জেল হাজতেও ছিল।

একটি মাদক মামলায় সাজাও হয়েছিল ১৪ বছরের। পরে জামিনে বের হয়ে পুনরায় গাঁজা, হিরোইন ও ইয়াবা ব্যবসায় পুরোদমে জড়িয়ে পড়েন তারা বানু। মোংলা, রামপালসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বহু মাদকের মামলা রয়েছে। অনেক আগেই আদালত থেকে মোংলা থানায় তিন তিনটি (গ্রেফতারী পরোয়ানা) ওয়ারেন্ট আছে তারা বানুর বিরুদ্ধে।

মাদকের চালান নিয়ে মোংলায় প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরীর পরিচালনায় পুলিশের কয়েকটি দল মহিলা সদস্যদের নিয়ে ছদ্মবেশে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অবশেষে শনিবার রাতে হঠাৎ কুমারখালী থেকে তাকে আটক করতে সক্ষম হয়। রোববার তারা বানুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন