ইপিএলে ম্যান সিটি-উলভস দ্বৈরথ

ইংলিশ প্রিমিয়ার লিগ মিশন শুরু করছে ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উলভস। মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া একটায়। সিরিআ’য় আরেক ম্যাচে, রাত পৌনে একটায় রোলোনিয়ার বিপক্ষে লড়বে এসি মিলান।

নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামার আগে অনুশীলনে ম্যানচেস্টার সিটি। সতর্ক কোচ মনোযোগী শিষ্যরাও। প্রতিপক্ষ উলভস। নামটা শুনলে সবার মনে হতেই পারে ম্যানচেস্টার সিটির মত ক্লাব উলভসকে এত ভয় পাওয়ার কি আছে? উত্তরটা জানতে হলে দেখতে হবে পরিসংখ্যান। গেল মৌসুমে লিগে দু’বারই উলভসের বিপক্ষে জয় ছাড়াই ফিরতে হয়েছিলো সিটিকে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দু’দল মুখোমুখি হয়েছে ১০১ ম্যাচে।এরমধ্যে ৪১ জয় নিয়ে এগিয়ে আছে উলভস। ম্যানচেস্টার সিটির জয় ৩৯ টি ম্যাচে। তাই বোঝাই যাচ্ছে লিগের শুরুতেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে সিটিকে। সেটা মাথায় রেখেই ছাত্রদের সেরাটা দেয়ার পরামর্শ দিয়েছেন গার্দিওলা।

গেল মৌসুমে ইপিএলে রানার্সআপ হলেও, এফ এ কমিউনিটি শিল্ড ও লিগ কাপে চ্যাম্পিয়ন হয় সিটি। এফ এ কাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় গার্দিওলার দলকে। এবার সে সব পেছনে আরো ভাল করতে চায় ম্যানচেস্টার সিটি।

উলভসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো। হাঁটুর ইনজুরিতে পড়ে আরো কিছুদিন বাইরে থাকতে হবে এ আর্জেন্টাইনকে। আক্রমণভাগে নেতৃত্বে থাকবেন গ্যাব্রিয়েল জেসুস। তাকে সঙ্গে দিবেন রিয়াদ মাহরেজ। করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না আমেরিক লাপোর্তে। কদিন আগে প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া কেভিন ডি ব্রুইনির খেলাও নিশ্চিত করেছেন কোচ।

ইনজুরি আছে উলভস শিবিরেও। তবে, সে সব মাথায় রেখেই একাদশ সাজাবেন পেপ গার্দিওলা।

এদিক সিরিআ’য় নতুন মৌসুমে প্রথমবারের মত মাঠে নামবে এক সময়ের মাঠ কাঁপানো ক্লাব এসি মিলান। নামে ও ভারে বেশ পরিচিতি থাকলেও, আগের সে তেজ আর নেই রোসোনেরিদের। গেল মৌসুমে ৬ষ্ঠ স্থানে থেকেই সিরি’আ শেষ করেছিলো স্টেফানো পিওলির দল। এবার শুরু থেকেই জয়ের ছন্দে থাকার আশা মিলানের।

বোলোনিয়ার বিপক্ষে মাঠে ইনজুরির কারণে খেলতে পারবেন না রাফায়েল লিও, আন্দ্রে কন্তে ও অ্যালিসিও।

আপনি আরও পড়তে পারেন