রোনালদোর গোলে জয় দিয়ে শুরু য়্যুভেন্তাসের

ইতালিয়ান সিরিআ’য় জয় দিয়ে মৌসুম শুরু করল রোনালদোর য়্যুভেন্তাস। নিজেদের মাঠে প্রতিপক্ষ সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক অ্যাসিস্টের পাশাপাশি একটা গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সবশেষ আসরের শিরোপাটা শোকেজে তোলা। নামের পাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সীলমোহর। তাই একটা বাড়তি চাপ তো থাকবারই কথা ছিল! তবে রেফারির বাঁশি বাজার সঙ্গেই কর্পূরের মতো উবে গেল সে ধারণা। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই অতিথিদের ওপর চড়াও তুরিনের বুড়িরা।

ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে দানিলোর শটটা অল্পের জন্য হয়েছে লক্ষ্যচ্যুত। ১১ মিনিটে এসেছিল আরেকটা সুযোগ। তবে গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি দলের সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে ক্ষতিটা পুষিয়ে দিতে সময় নেননি সিআর সেভেন। ১৩ মিনিটে বুদ্ধিদীপ্ত এক ব্যাকহিল করেন পর্তুগিজ সুপারস্টার। আর বলটাকে জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি অভিষিক্ত ডেনিয়াল কুলসেভস্কি।

২৪ মিনিটে আবারও চিত্রপটে রোনালদো। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতির শট ঠেকানোর সাধ্য হয়নি গোলকিপারের। বিধি বাম। শটটা ছিটকে যায় ক্রসবারে লেগে। মিনিট দশেক বাদে আরও একটা সহজ সুযোগ নস্যাৎ। চোখে মুখে হতাশা স্পষ্ট রোনালদোর। ১-০ এর লিড নিয়েই বিরতিতে যায় য়্যুভেন্তাস।

ফিরে এসে ম্যাচের লাগাম কিছুক্ষণের জন্য অতিথিদের হাতে। ৫২ মিনিটে রেমিরেজের ক্রসে বোনাজ্জলি পা ঠেকাতে পারলেই সমতায় ফেরা হতো রেনেরি শিষ্যদের। তবে খেলায় নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে দেরি করেনি পিরলো শিষ্যরাও। ৭৮ মিনিটে কর্নার থেকে আসা বলে ম্যাককিনির শটটা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ওপেন নেটে বল জড়াতে ভুল করেননি বোনুচ্চি।

৮৪ মিনিটে আরও একবার ম্যাককিনিকে গোলবঞ্চিত করেন ওদেরো। গোললাইন থেকেই ফিরে আসে দূরপাল্লার শট। তবে ৪ মিনিট বাদে রোনালদোর আগুনে শটের কাছে হার মানেন এই ইতালিয়ান। স্কোর শিটে ওঠে প্রতীক্ষিত নামটা। বাকি সময়টা বল দখলের লড়াই চললেও আর হয়নি কোনো আক্রমণ। তাতেই ৩-০ এর জয় দিয়ে কোচ হিসেবে সিরিআ’য় শুভ সূচনা নিশ্চিত হয় আন্দ্রে পিরলোর।

আপনি আরও পড়তে পারেন