৭৩০ কোটি রিয়াল সরকারি সহায়তা পেল কাতার এয়ারওয়েজ

করোনার ধাক্কা কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে ৭৩০ কোটি রিয়াল অর্থ সহায়তা পেয়েছে  কাতার এয়ারওয়েজ। কতৃপক্ষ জানায়, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কাতারের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির লোকসান হয়েছে ৭০০ কোটি রিয়াল। করোনা মহামারীতে অর্ধেকের বেশি শেয়ার মূলধন হারিয়েছে কাতার এয়ারওয়েজ।

টিকে থাকতে এরই মধ্যে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে কাতার এয়ারওয়েজ। একই সঙ্গে পিছিয়ে দিয়েছে উড়োজাহাজ সরবরাহও। এ অবস্থায় সরকারি সহায়তা চাওয়ার আভাস দেয় কাতার এয়ারওয়েজ কতৃপক্ষ।

নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিবিধ বিধিনিষেধের কারণে বিমান পরিবহন সেবায় বড়সড় ধাক্কা লেগেছে। এর প্রভাব পড়েছে কাতার এয়ারওয়েজের ব্যবসায়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বিমান পরিবহন খাতকে বাঁচাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।

আপনি আরও পড়তে পারেন