তরুণরাই আগামী দিনের শক্তি: সচিব মো. আলী নূর

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব মো. আলী নূর বলেছেন, তরুণদের অনেক কিছু করার সুযোগ আছে। সুশিক্ষা, খেলাধুলা করে অনেক দুর এগিয়ে যাও। গুরুজনদের সম্মান করো। তোমরাই আগামী দিনের শক্তি। আমরা বয়স্করা তোমাদের সহযোগীতা করবো।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জের বর্দ্ধনপাড়া প্রগতি সংঘ আয়োজিত মরহুম শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খেলায় নির্ধারিত সময়ের পর ট্রাইব্রেকারে তিতাস দল ৩-২ গোলে ইছামতি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ। বক্সনগর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, স্থানীয় সমাজকর্মী আতাহার মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বর্দ্ধনপাড়া প্রগতি সংঘের মাহবুব আলম শিমুল, মোস্তাক আহমেদ লিটু, আমিনুল ইসলাম, সোহেল ইসলাম, সাগর ভূইয়া, আরিফ চ ল, পলাশুর রহমান সেলিম, ফয়সাল আহমেদ, রবিন সিকদার, আব্দুল কুদ্দুস প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন