মেয়র প্রার্থী জুয়েলের প্রতি জাসদের সমর্থন

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের প্রতি জেলা জাসদ সমর্থন জানিয়ে এক বার্তায় চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী শিকদার এবং সাধারণ সম্পাদক মজুমদার বিবৃতি প্রদান করেছেন।

নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর জেলা জাসদের অঙ্গ-সংগঠন নারী জোট, যুবজোট, শ্রমিক জোট ও বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা-কর্মী ও সমর্থককে চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের প্রতি সমর্থন দানের জন্য আহ্বান জানান এবং তাঁর পক্ষে কাজ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

 

আপনি আরও পড়তে পারেন