বেলজিয়াম ফুটবল লিগে ধূমপান নিষিদ্ধ

করোনাভাইরাস মোকাবিলায় চলছে বিশ্বব্যাপী নানা সচেতনতা। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই চলছে মানুষের কর্মকাণ্ড। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়। করোনাকালে ক্ষতির মুখে পড়া ক্রীড়াঙ্গন সচল হতে শুরু করেছে। বিভিন্ন দেশে ফুটবল লিগ, ক্রিকেটসহ অন্যান্য আয়োজনগুলো শুরু হয়েছে। তবে নানা নিয়ম মেনেই মাঠে নামতে হচ্ছে তাদের। মাঠে দর্শক প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা।

বেলজিয়ামে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবল লিগ। এ লিগ আয়োজনের আগে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। করোনা ঠেকাতে করা হয়েছে নতুন নিয়ম। এই লিগ চলাকালীন স্টেডিয়াম ও এর আশপাশে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল লিগ আয়োজনকারীরা। করোনাভাইরাস ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। ধূমপানের অজুহাতে বারবার মাস্ক খুলতে পারবে না, যা সংক্রমণের ঝুঁকি কমাবে। এই ধারণা থেকেই ধূমপান বন্ধ করা হয়েছে।

১৬ অক্টোবর থেকে এই নিয়ম চালু করা হবে।

আপনি আরও পড়তে পারেন