হাতে টাকা আসার ইঙ্গিত যেভাবে বুঝবেন

টাকা আসার কথা শুনলে যে কারো খারাপ মন ভালো হয়ে যেতে পারে। আর সেটা যদি আপনি আগে থেকেই বুঝতে পারেন তাহলে আনন্দটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। হাতে টাকা আসার আগে কয়েকটা লক্ষণ আপনাকে সুখবরের ইঙ্গিত দিতে পারে।

আপনি কি জানেন সেই লক্ষণগুলো কী কী?

আসুন, জেনে নেওয়া যাক হাতে টাকা আসার লক্ষণগুলো কী কী:

১. সবার আগে আপনার শরীরের যে কোন অংশে মাঝেমধ্যে কাঁপতে শুরু করবে। বিশেষ করে ভ্রু বা হাতের মাঝখানে কম্পন অনুভব করলে বুঝবেন, অর্থলাভ হবে।

২. আপনার বাড়িতে যদি হঠাৎ করে টিয়া পাখি আসে তা হলে বুঝবেন, অর্থের আগমন সময়ের অপেক্ষা শুধু। টিয়া পাখিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়।

৩. বাড়ির আনাচে-কানাচে দেখতে পাবেন, কালো পিঁপড়ে মুখে চাল নিয়ে ছোটাছুটি করছে। তখনই বুঝবেন, অর্থলাভ হবে শিগগিরই।

৪. মাথায় টিকটিকি আছড়ে পড়লে বুঝবেন বিরাট সম্পত্তির মালিক হতে চলেছেন অনেকে। মানুষের মাথায় টিকটিকি আছড়ে পড়ার ঘটনা বিরল।

৫. অনেক সময় গরু পথে চলতে চলতে আপনার বাড়ির সামনে এসে ডাকতে শুরু করবে। তখন সেটিকে খালি মুখে ফেরাবেন না। বাড়ির সামনে গরু আসা মানে আপনার জীবনে ভাল কিছু ঘটবে।

আপনি আরও পড়তে পারেন