দুর্ভেদ্য দিল্লির কাছে রাজস্থানের আত্মসমর্পণ

অপ্রতিরোধ্য দিল্লি ক্যাপিটালস। শীর্ষস্থানে থাকার লড়াইয়ে শ্রেয়াস আয়ারের দলকে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। এই ম্যাচেও দিল্লির দুর্ভেদ্য প্রতিরোধের দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছে রাজস্থান। রাজস্থান রয়্যালসকে উড়িয়ে ফের পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে দিল্লি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্টিভেন স্মিথের রাজস্থানকে ৪৬ রানে হারিয়েছে দিল্লি। দিল্লির দেয়া ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল বাকি থাকতেই ১৩৮ রানে অলআউট হয় রাজস্থান। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে তারা।

১৮৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন ওপেনার জস বাটলার। দলীয় ৫৬ রানের মাথায় অধিনায়ক স্টিভেন স্মিথ বিদায় নেন ২৪ রান করে। এরপর শুরু ব্যাটিং বিপর্যয়। দিল্লির বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। নির্ধারিত ওভারের আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় তারা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন মার্কাস স্টয়নিস আর রবিচন্দ্রন অশ্বিন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দিল্লি। ১০৯ রানেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে বসে দলটি। সে ধাক্কা সামাল দেন সিমরন হেটমায়ার। ২৪ বলে ৫ ছক্কা আর ১ চারে খেলেন ৪৫ রানের ইনিংস।

শেষ দিকে অক্ষর প্যাটেলের ৮ বলে ১৭ আর হর্ষল প্যাটেলের ১৫ বলে ১৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহই দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস।

রাজস্থান রয়্যালসের হয়ে জোফরা আর্চার ২৪ রান খরচায় ৩টি উইকেট নেন।

আপনি আরও পড়তে পারেন