ইতালি-পোল্যান্ড ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

বার বার সুযোগ পেয়েও গোলমুখে খেই হারিয়েছে ইতালিয়ান ফরোয়ার্ডরা। গোলশূন্য ড্রতে পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আজ্জুরিরা। পর্তুগিজ আর ফরাসিদের ম্যাচটার মতোই গোলশূন্য, তবে ম্যাচের রূপটা একেবারেই ভিন্ন। 

ইতালির দিক থেকে এদিন যেন মুখ ফিরিয়ে নিয়েছিলো ফুটবলের ভাগ্যদেবী। পোলিশ দুর্গকে তটস্থ রেখেও কাজের কাজটা হয়নি।

অথচ ১০ মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন ফেদেরিকো চিয়েসা। বেলোত্তির ক্রসের খুব কাছে থেকেও পারেননি স্কোর করতে। এরপর লাগাতার পোল্যান্ড শিবিরে আক্রমণ শানায় ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সবই গেছে গোল্লায়।

বিরতির পর ৬৪ মিনিটে এমেরসন বলটা পেয়েছিলেন স্কোরিং পজিশনে; তবে গোল নামক সোনার হরিণটা ধরা দেয়নি এবারও। ৮৮ মিনিটে মানুয়েল লোকাতেল্লির পাস থেকে ডমিনিক বেরার্দির শট প্রতিপক্ষের গায়ে না লাগলে ন্যূনতম ব্যবধানের জয় পেতে পারতো ইতালি। তবে তা আর হলো কই! পয়েন্ট ভাগাভাগি করেও তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালি।

আপনি আরও পড়তে পারেন