ছন্নছাড়া তামিমদের প্রতিপক্ষ তরুণ শান্ত বাহিনী

হার দিয়ে আসর শুরুর পর জয়ের ধারায় ফিরতে শান্ত একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবাল একাদশ। তারুণ্যনির্ভর নাজমুল একাদশের লক্ষ্য জয়রথ অব্যাহত রাখা। তবে আত্মবিশ্বাসে না উড়ে, ম্যাচটাকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন নাজমুল একাদশের তৌহিদ হৃদয়। এ ম্যাচে ভুলত্রুটিগুলো শুধরে আরও ভালো করার প্রত্যাশা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এ ব্যাটসম্যানের। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে দুপুর দেড়টায়।

দুই তামিমের মারকাটারি ব্যাটিং দেখার আশায় গুঁড়ে বালি। ২ রান করে সাজঘরে কাপ্তান। ১০৩ রানেই অলআউট দল। কার্টেল ৪৭ ওভারের ম্যাচ ২৩ ওভার ১ বলেই শেষ এক ইনিংস। দিন শেষে ৫ উইকেটের হার। তামিম একাদশের শুরুটা হয়েছে যাচ্ছে তাই।

ঘুরে দাঁড়াতে হয়তো আরও কঠোর অনুশীলন করবেন তামিম একাদশের ক্রিকেটাররা। সেটাই স্বাভাবিক। তবে ভিন্ন পরিকল্পনা তামিমদের। টানা দু’দিন প্র্যাকটিস, তারপর দিন খেলেছেন ম্যাচ। ৭ মাস পর এমন ব্যস্ত সূচীতে হাঁপিয়ে গেছেন কিনা, তাই বিশ্রাম নেয়াটাই যৌক্তিক ভেবেছেন।

অবশ্য জয়ের পর একদিন বিশ্রাম নিয়েই মাঠে নেমে গেছে তারুণ্যনির্ভর নাজমুল একাদশ। ম্যাচের আগের দিনেও সময় মতো মাঠে হাজির হয়ে ছোটখাটো ভুলগুলো নিয়ে কাজ করেছেন শান্ত-আফিফরা। উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও সেরেছেন মুশি। কারণ উইলোটা যে টানা তিন ম্যাচ কথা শোনেনি মিস্টার ডিপেন্ডেবলের!

প্রথম ম্যাচে টপ অর্ডার হতাশ করলেও, ইরফান শুক্কুরকে নিয়ে হাল ধরেছিলেন হৃদয়। হয়েছেন ম্যাচ সেরা। তারপরও তামিম একাদশকে সহজভাবে নিচ্ছেননা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ব্যাটসম্যান।

তবে গত দুই ম্যাচের মতো বৃষ্টির শঙ্কা থাকছে এ ম্যাচেও। তাই ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের দাপটটাই যে বেশি থাকবে তা অনেকটাই নিশ্চিত।

আপনি আরও পড়তে পারেন