রোনালদোর দাবি, ইতালির ক্রীড়ামন্ত্রী মিথ্যা কথা বলছেন

করোনা আক্রান্ত হওয়ার পর তুরিনে ফিরতে নিয়ম লঙ্ঘন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতালির ক্রীড়ামন্ত্রীর এমন বক্তব্যকে মনগড়া ও মিথ্যা কথা বলে অভিহিত করেছেন পর্তুগিজ এই মহাতারকা নিজেই। ইতালিতে ফেরা ও নিজ বাড়িতে আইসোলেশনে থাকার ক্ষেত্রে সব নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে, প্রোটোকলের বিষয়ে স্বাস্থ্য বিভাগের কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে য়্যুভেন্তাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর খোলামেলা ছবি দেখে ভক্তদের মুখে হাসি ফুটেছে। ছবিতে স্পষ্ট, তুরিনে আইসোলেশনে ভালোই আছেন করোনা আক্রান্ত পর্তুগিজ তারকা।

তবে, মানসিকভাবে বিপর্যস্ত সিআরসেভেন। তার বিরুদ্ধে অভিযোগ, ফ্রান্সে পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই নিয়ম লঙ্ঘন করে ইতালিতে ফিরেছেন। ইতালির ক্রীড়ামন্ত্রীর এমন অভিযোগে রীতিমত ক্ষুব্ধ রোনালদো।

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, আমি কোনো নিয়ম ভাঙিনি। তারা বলছে, আমি ইতালিয়ান আইন ভঙ্গ করেছি। কিন্তু, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার দলের সঙ্গে কথা বলেছিলাম এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা অবগত। সবকিছুই অনুমোদন নিয়ে করা হয়েছে। যেখান থেকে অভিযোগ এসেছে, আমি নাম উল্লেখ করবোনা, শুধু বলবো মিথ্যা বলা হচ্ছে। সব প্রোটোকল মেনেছি আমি।

ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার কাঠগড়ায় রোনালদোর ক্লাব য়্যুভেন্তাসও। তবে, সংবাদ সম্মেলনে পাল্টা কথা শুনিয়ে দিতে ছাড়েনি ক্লাব কর্তৃপক্ষও।

য়্যুভেন্তাস সভাপতি আন্দ্রে অ্যাগনেলি বলেন, সরকারী প্রোটোকল সম্পর্কে আমাদের কেউই জানায়নি। এখন তো বলতে হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ব্যাখ্যা দিক রোনালদো ঠিক কোন নিয়মটা লঙ্ঘন করেছে? য়্যুভেন্তাসে আমি ফুটবল ফেডারেশনের প্রোটোকল মেনে চলি।

চার্টার্ড বিমানে তুরিনে ফিরে ঘরবন্দি পর্তুগিজ তারকা। সুস্থ হয়ে ওঠার প্রহর গুনছেন নিজ বাড়িতেই।

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, আমি এক ফ্লোরে আছি, বাচ্চারা অন্য ফ্লোরে। সামনের আরও দশদিন এভাবেই চলবে। তাদের সঙ্গে দেখা না করে থাকা কষ্টদায়ক। কিন্তু, স্বাস্থ্যবিধি তো মানতে হবেই। সুযোগ পেলে প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট করে সূর্যস্নান করছি। এটা খুব কার্যকর। ভিটামিন সি-ডি, ওমেগা থ্রি আর সবুজ শাক সবজি খাচ্ছি। দিনে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাচ্ছি। ব্যয়াম করছি।

ফিটনেস ঠিক রাখতে রোনালদোর যেনো জুড়ি নেই। খাদ্যাভ্যাস, ব্যয়াম, নিয়মানুবর্তিতায় অনুজদের আদর্শ তিনি। করোনা নেগেটিভ সনদ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগেই মাঠে ফিরবেন, এই অপেক্ষায় ভক্তরা। তা না হলে যে রোনালদো-মেসি দ্বৈরথ উপভোগ করা হবেনা ফুটবল বিশ্বের!

আপনি আরও পড়তে পারেন