চুয়েটে ‘বিগ ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত

চুয়েটে ‘বিগ ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং’ শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত
“মহামারি পরিস্থিতিতে বিগ ডাটা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তিকে কাজে লাগাতে হবে”- চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং চুয়েট কম্পিউটার ক্লাবের সহযোগিতায় “বিগ ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং” (ডবনরহধৎ ড়হ ইরম উধঃধ অহধষুঃরপং ধহফ ঈষড়ঁফ ঈড়সঢ়ঁঃরহম) শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ অক্টোবর (শনিবার), ২০২০ খ্রি. সন্ধ্যা ৭.০০ ঘটিকায় উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে ওয়েবইনারে কী-নোট স্পিকার ছিলেন কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের (টহরাবৎংরঃু ড়ভ ঝধংশধঃপযবধিহ) কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. চঞ্চল রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক। ওয়েবইনারটি পরিচালনা করেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিগ ডাটা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে। এসব ক্ষেত্রে আমাদের তরুণ প্রকৌশলীদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে তিনি এসব প্রযুক্তিকে কাজে লাগাতে উচ্চতর গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার আহবান জানান।” উক্ত ওয়েবইনারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকমণ্ডলীসহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

বার্তাপ্রেরক-

স্বাক্ষরিত/=
(মুহাম্মদ রাশেদুল ইসলাম)
০১৮১৫-৮১৬২২৫
জনসংযোগ কর্মকর্তা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম-৪৩৪৯।

আপনি আরও পড়তে পারেন