হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে হারালো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার সিটি। হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে তারা হারিয়েছে ১-০ গোলে। সিটিজেনদের হয়ে একমাত্র গোল করেছেন রাহিম স্টার্লিং।

ইতিহাদে এদিন দু’দলই মাঠে নামে ৪-৩-৩ ফরমেশন নিয়ে। যদিও ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি কিছুটা হলেও ব্যকফুটে ছিলো। কারণ লিগের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর একটিতে হার আর একটিতে ড্র করেছে তারা। ফলে পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান অনেকটা পিছিয়ে।

অন্যদিকে, আর্সেনাল তিন জয় নিয়ে আছে আত্মবিশ্বাসে পরিপূর্ণ। পয়েন্ট টেবিলেও তারা এগিয়ে।

তাই দু’দলই টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জয় তুলে নিতে মাঠে নামে। ম্যাচের শুরুতে আর্সেনাল বল নিজেদের আয়ত্তে নিলেও পরবর্তীতে স্বাগতিক ম্যানচেস্টার সিটিই আশার আলো দেখে। ২৩ মিনিটে একক নৈপুণ্যে সিটিজেনদের লিড এনে দেন রাহিম স্টার্লিং।

৩৯ মিনিটে গোল পরিশোধের দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলো আর্সেনাল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে তা আর হয়ে ওঠেনি।

বিরতির পর কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামে দু’দল। পরে অবশ্য দু’দলই বেশ কয়েকটি পরিবর্তন আসে। তাতেও খুব একটা সুবিধা করতে পারেনি কেউই। আর্সেনাল বলার মত তেমন কোন ভালো সুযোগই তৈরি করতে পারেনি।

অন্যদিকে, ম্যানচেস্টার সিটিও এক গোলের মধ্যেই ঘুরপাক খেতে থাকে। আর শেষপর্যন্ত এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

আপনি আরও পড়তে পারেন