ফেনীতে শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী পালিত

ফেনীতে শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী পালিত
ফেনীতে শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী পালিত
ফেনীতে জেলা শিশু একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা,পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি কম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান প্রধান অতিথির বক্তব্যে বলেন,শেখ রাসেল বঙ্গবন্ধুর খুব প্রিয় সন্তান ছিলেন। শেখ রাসেলের কি অন্যায় ছিলো? হিংস জানোয়াররা ছোট রাসেলকে বাঁচতে দিলো না।এইরকম দুঃখজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর যেন না ঘটে।
তিনি আরও বলেন,আমরা শেখ রাসেলকে হারিয়েছি,আর কোন শিশুকে এভাবে হারাতে চাইনা। রাসেল সকল শিশুদের প্রতিনিধিত্ব করছে।
যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শিশুদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে শেখ রাসেল।
অনুষ্ঠানে শিশুদের মাঝে বক্তব্য রাখেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম, শাহীন একাডেমী স্কুলের  শিক্ষার্থী আবদুস ছামি ভূঁঞা।
শেষে অতিথিবৃন্দ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় ৮টি বিভাগের  ২৪ জন বিজয়ী  শিশুর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধি,
১৮ অক্টোবর, ২০ ইং

আপনি আরও পড়তে পারেন