আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে পিসিবি

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভিসার ব্যাপারে আইসিসির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ খবর নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। আইসিসির নতুন সূচি অনুযায়ী, পরপর দু’বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টির আসর বসবে ভারতে। আর ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পরের আসর।

এদিকে, ভারতে আয়োজিত বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে, পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা জটিলতার আশঙ্কায় পড়েছে পিসিবি। এর জন্যই আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছে পিসিবি। আর সময় বেঁধে দেয়া হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত। এ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে আইসিসি।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় পাকিস্তান। সেটাই ভারতের মাটিতে পাকিস্তানের শেষ টুর্নামেন্ট। বর্তমানে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে অনেক। গত বছর দিল্লিতে হওয়া শুটিং বিশ্বকাপে পাকিস্তানের শুটারদের ভিসা দেয়নি ভারত সরকার। তাই এবার আগে থেকেই সতর্ক পিসিবি।

আপনি আরও পড়তে পারেন