রূপগঞ্জে ষ্টীলমিলে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত-৫

রূপগঞ্জে ষ্টীলমিলে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত-৫

রূপগঞ্জে ষ্টীলমিলে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত-৫

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার ষ্টীলমিল কারখানায় গলিত লোহার আগুনের লেলিনহান শিখা শরীরে পড়ে দগ্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে। গত বৃহস্পতিবার দিবাগতরাত আড়াইটার দিকে উপজেলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। ঐ সময় কারখানার আরো ৫ জনশ্রমিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন-শাকিল, ফাহিম, রফিকমিয়া, রাজু, আবুসিদ্দিকমিয়া।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেবলেন, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টীলমিলকার খানায় কাজকরার সময় উত্তপ্তগলিত লোহার আগুনের লেলিহান শিখা শ্রমিকদের দিকে ছিটকে আসলে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় মিজানুর রহমান ছাড়াওআরো ৫ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরবার্ন ইউনিটেভর্তি করাহয়েছে। বর্তমানেতাদেরঅবস্থা আশঙ্কাজনক বলেজানা গেছে। শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতেবহু চেষ্টাকরেও  মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। ####

আপনি আরও পড়তে পারেন