আইপিএল থেকে বিদায় মানছেন ধোনি!

আইপিএলের চলতি আসরটা দুর্দান্ত শুরু করেছিল ধোনির দল চেন্নাই সুপার কিংস। তিনবারের চ্যাম্পিয়ন আর চারবারের রানার্সআপ চেন্নাইয়ের অবশ্য এরপরের সময়টা অবশ্য একেবারেই ভালো কাটেনি। একের পর এক ম্যাচ হেরে জর্জরিত তারা। 

নিজেদের আইপিএল ইতিহাসে যা হয়নি, সেটিই হতে চলেছে এবার। ইতিহাসে প্রথমবারের মতো প্রথম রাউন্ডেই বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই। এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে চেন্নাই জিতেছে মাত্র ৩টিতে। পরাজয় ৮টিতে। পয়েন্ট টেবিলে অবস্থান সবার তলানিতে।

যদিও কাগজে-কলমের হিসাবে এখনও সেরা চারে খেলার সূক্ষ্ম সুযোগ রয়েছে চেন্নাইয়ের। তবে বাস্তবতার বিচারে মাঠের পারফরমেন্স বলছে চেন্নাইয়ের বিদায় এখন সময়ের অপেক্ষামাত্র। আর এই বাস্তবতাই মেনে নিয়েছেন অধিনায়ক ধোনি।

মুম্বাই ইন্ডিয়ানসের কাছে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা মাথায় নিয়ে ধোনি এমন আভাসই দিয়েছেন। ম্যাচ শেষে জানিয়ে দেন পরবর্তী আসরের জন্য প্রস্তুতি নেয়ার কথা।

শুক্রবার (২৩ অক্টোবর) চেন্নাই সুপার কিংসকে ১০ উইকেটে হারিয়ে আসরে সপ্তম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৪ রান তোলে চেন্নাই। জবাবে, ডি কক ও ইশান কিশানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় জয় পায় মুম্বাই।

এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে মুম্বাই।

আপনি আরও পড়তে পারেন