নকআউট পর্বে যাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে গেলো পিএসজির

নকআউট পর্বে যাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে গেলো পিএসজির। নাটকীয় ম্যাচে জার্মান ক্লাব লাইপজিগের কাছে ২-১ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। 

হার দিয়ে আসর শুরু করলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচেই পিএসজি ফিরে জয়ের ধারায়। তবে আবারো হলো ছন্দপতন।

দলের সেরা দুই তারকা নেইমার-এমবাপ্পেকে ছাড়াই এদিন লাইপজিগের মুখোমুখি হয় পিএসজি। শুরুতে লিডও পেয়েছিলো তারা। ৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।

ম্যাচের প্রথম ১৫ মিনিট অগোছালো ফুটবল খেলে লাইপজিগ। তবে সময় গড়ানোর সঙ্গে, জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা গতিময় ফুটবলে ব্যস্ত রাখে প্রতিপক্ষের ডিফেন্স।

বিরতিতে যাবার ঠিক আছে গোল করেন ক্রিস্টোফার এনকুংকু। দলের সেরা দুই তারকাকে ছাড়া খেলতে নামলেও, পিএসজি লড়েছে সমান তালে। তবে ম্যাচের দৃশ্য পাল্টে যায় ৫৭ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন লাইপজিগের ফর্সবার্গ।

শেষ দিকে ম্যাচ নাটকীয় মোড় নেয়, রেফারির সিদ্ধান্তে। ৬৯ মিনিটে ইদ্রিসা এবং ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি’র কিমপেম্বে। খেলায় আর সমতা আনতে পারেনি থমাস টাচেলের দল। আসরে দ্বিতীয়বারের মতো হারতে হয় গেলবারের ফাইনালিস্ট প্যারিস সেইন্ট জার্মেইকে।

আপনি আরও পড়তে পারেন