আনোয়ারায় পিকআ্যাপ অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

আনোয়ারায় পিকআ্যাপ অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
আনোয়ারায় পিকআ্যাপ অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪
আরমান হোসেন, আনোয়ারা সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার (পিএবি)সড়কের  মাজার গেইট এলাকায় পিকআ্যাপ ও অটোরিকশা (সিএনজি) সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে অটোরিকশায় থাকা ৪ জন আরোহী ও ড্রাইভার গুরুতর আহত হয়।আহত অবস্হায় স্হানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সিএনজি চালক জসিম (৩০) এর মৃত্যু হয়।নিহত ব্যক্তি উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের বাদশাহার বাড়ির বাসিন্দা।আহতরা হলেন উপজেলার বটতলী গ্রামের আসহাব উদ্দিনের ছেলে লোকমান (৪০),জুঁইদন্ডী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মোঃশাহাদাত (৪৫)অপর আহতরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার মাজার গেইট এলাকায় এই দূঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে,পিএবি সড়কের মাজার গেইট এলাকায় সড়কের উত্তর দিক থেকে ব্রেক পিল হয়ে আসা পিকআ্যপের সাথে দক্ষিণ দিক থেকে যাওয়া একটি সিনজি অটোরিকশার সংঘর্ষ হয়।এতে সিএনজি অটোরিকশা সম্পূর্ণ ধুমড়ে-মুচড়ে যায় এবং পিকআ্যাপটি কাঁদে পড়ে যায়।এতে,সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।জানা যায়,যাত্রীরা সরকার হাট থেকে চাতরী চৌমুহনী যাচ্ছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মহিলা চিকিৎসক দূর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির অক্সিজেন মাস্ক খুলে নিলে মিনিটে তার মৃত্যু হয়।
এই ব্যাপারে স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আনোয়ারা থানার (ওসি) দুলাল মাহমুদ বলেন,গাড়ি দুটি জব্দ করে আনোয়ারা থানায় আনা হয়েছে।
পিকআ্যাপ ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

আপনি আরও পড়তে পারেন