৮০% মার্কিনী, অর্ধেকের বেশি রিপাবলিকানের মতে বাইডেন জয়ী

ডনাল্ড ট্রাম্প মেনে না নিলেও যুক্তরাষ্ট্রের শতকরা ৮০ ভাগ মানুষ মনে করেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন। শুধু তাই নয় পরাজিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির অর্ধেকের বেশি সমর্থকও একই মত পোষণ করেন। রয়টার্স/ইপসসের এক জরিপে এ তথ্য উঠ এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর প্রকাশ করেছে ব্রিটেনের প্রভাবশালী টেলিগ্রাফ, ডেইলি মেইল, সান সহ বিভিন্ন পত্রিকা।

শনিবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত চালানো এই জরিপে দেখা যায়, ৭৯ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করেন জো বাইডেন হোয়াইট হাউজ জয় করেছেন। অন্য ১৩ শতাংশ মনে করেন, নির্বাচন এখনো শেষ হয়ে যায়নি। ৩ শতাংশ মনে করেন ট্রাম্প জিতেছেন। ৫ শতাংশ বলেন, তারা জানেন না।

আপনি আরও পড়তে পারেন