সিএনজি সিলিন্ডার ইয়াবার বাহক

সিএনজি সিলিন্ডার ইয়াবার বাহক
ইন্সট্যান্ট হট শাওয়ার ওয়াটার হিটার(Hot Shower Water Hiter )

 

মো: সাইফুল ইসলাম ( জেলা প্রতিনিধি কক্সবাজার)

র‌্যব কর্মকর্তারা বলছেন, শওকত ইসলাম ও তার স্ত্রী মোরজিনা দুজনই মিয়ানমারের নাগরিক। ২০০৮ সালে কক্সবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন শওকত। এরপর থেকে তিনি চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। পরিবারের সঙ্গে ২০১২ সালে মিয়ানমার থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন মোরজিনা। পরে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এই দম্পতি ইয়াবা চোরাকারবারের সঙ্গে জড়িত। র‌্যব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার বলেন, শওকত ইসলাম দেশে ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। তিনি নিজে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসতেন। পরে চট্টগ্রামের বাসা থেকে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করতেন তিনি। ইয়াবা ব্যবসার আর্থিক বিষয় দেখাশোনা করতেন তার স্ত্রী মোরজিনা।

ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, বাংলাদেশে আসার পর থেকেই মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত হন শওকত। তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এক থেকে দুই মাস থাকতেন। এরপর আবার অন্য ফ্ল্যাটে চলে যেতেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খোঁজ না পায়। শওকত নিজে ইয়াবা পাচার করতেন, আবার চট্টগ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

তিনি আরও জানান, কক্সবাজার থেকে মিনি ট্রাক, বাস ও সিএনজি অটোরিকশার সিলিন্ডারে করে ইয়াবা পরিবহন করতেন শওকত। মূলত এসব গাড়ি তেল ও গ্যাস দুটোতেই চলে। শওকতরা কক্সবাজার থেকে খালি সিলিন্ডারে ইয়াবা ভরে তা গাড়িতে ফিটিং করতেন। তেলের সাহায্যে ওই গাড়ি চালিয়ে চট্টগ্রামে নিয়ে আসা হতো। পরে সিলিন্ডার কেটে ইয়াবা বের করে নিতেন তারা।

আপনি আরও পড়তে পারেন