উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রয়াত মঈন উদ্দীন খান বাদলের স্মরণ সভা

উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রয়াত মঈন উদ্দীন খান বাদলের স্মরণ সভা

মুহাম্মদ জুয়েল: মঈন উদ্দীন খান বাদল যে তথ্য বহুল বক্তব্য পার্লামেন্টে তুলে ধরতেন তাতে পার্লামেন্টের উপকৃত হত। তাকে নিয়ে বোয়ালখালীর জনসাধারণ গর্ববোধ করতেন। ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য তিনি সংগ্রাম করে গেছেন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রয়াত মঈন উদ্দীন খান বাদলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ।

১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৩টা উপজেলা পরিষদ চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল  আলম, ভাইস-চেয়ারম্যান এস.এম সেলিম, দক্ষিণজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মোহাম্মদ এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন,মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, আমুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মোকারম, এস,এম জসিম, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খাঁন, শফিউল আলম, সাইদুর রহমান খোকা, নুরুল হুদা,অধ্যাপক মোঃ মহসিন,  শেখ শহিদুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর,প্যানেল মেয়র এস,এম মিজানুর রহমান ,আবদুল মোনাফ, এস.এম.কাজেম সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রয়াত সাংসদ মঈন উদ্দীন খান বাদলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনি আরও পড়তে পারেন