ফেনীতে নতুন কর্মী বরণ অনুষ্ঠান থেকে শিবিরের প্রায় অর্ধশত নেতাকর্মী আটক

ফেনীতে নতুন কর্মী বরণ অনুষ্ঠান থেকে শিবিরের প্রায় অর্ধশত নেতাকর্মী আটক

ফেনীর রাণীরহাট এলাকার হক কমিউনিটি সেন্টারে নতুন কর্মীদের বরণ শীর্ষক আয়োজিত অনুষ্ঠান থেকে
স্থানীয় আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সহযোগিতায় শিবিরের ৪৩ জন নেতাকর্মীকে আটক করেছে
পুলিশ।

সোমবার দুপুরে কমিউনিটি সেন্টারটিতে গণজামায়েত করে শিবিরের সমাবেশ চলছে এমন খবর পেয়ে সেখানে
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সোহাগের নেতৃত্বে দলীয়
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাজির হয়।
এসময় অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বর্তমান এইচএসসি ও আলিম শিক্ষাবর্ষের
শিক্ষার্থীদের বরণ শীর্ষক অনুষ্ঠান হতে দেখা যায়, এই ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে শিবির নেতাকর্মীরা
আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এতে করে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ সোহাগ জানান, পরিস্থিতি সহিংসতার দিকে মোড় নিলে তিনি ফেনী মডেল
থানার ওসিকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। পরে থানা থেকে পুলিশ এসে প্রায় ৪৩ জন নেতাকর্মীকে
আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী ঘটনাস্থল থেকে
পালিয়ে যায়। এসময় শিবিরের বিভিন্ন প্রচারণা মূলক সাংগঠনিক বই জব্দ করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়
ঘটনাস্থলে। ঘটনাস্থল থেকে দুইভাগে ৪৩ জনকে আটক করে নিয়ে আসা হয়। এর মধ্যে ৩ জনকে আহত অবস্থায়
ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
কামরুল হাসান সিদ্দিকী সুজন, ফেনী

আপনি আরও পড়তে পারেন