গঙ্গাচড়ায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে বিলবোর্ড স্থাপন

গঙ্গাচড়ায় মাস্ক পরিধান নিশ্চিতকরণে বিলবোর্ড স্থাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

করোনা ভাইরাসের দ্বিতীয় পরিস্থিতি প্রতিরোধে রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক পরিধান সংক্রান্ত বিভিন্ন বিলবোর্ড স্থাপন করা হয়েছে।জানা যায়, উপজেলাবাসীকে দ্বিতীয় ধাপে শুরু হওয়া করোনা সংক্রমণের হাত থেকে রক্ষার্থে উপজেলা পরিষদের প্রবেশ পথে মাস্ক পরিধান করুন, সেবা নিন (Wear Mask, Get Service) এবং পরিষদের ফটকের সামনে মাস্ক নেই, সেবা নেই (No Mask, No Service) ও “স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করি, করোনা ভাইরাস বিস্তার রোধ করি” অনুরোধক্রমে উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া বিলবোর্ড স্থাপন করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ (No Mask, No Entry) লেখা ডিজিটাল ব্যানার লাগানো দেখা যায়।উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিতকারণে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতি, বিশিষ্টজনসহ বিভিন্ন সংগঠন ও সমিতিতে গত ০২ নভেম্বর চিঠি প্রেরণ করা হয়েছে। কোভিড-১৯ সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সরকারি নির্দেশনা কেহ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনি আরও পড়তে পারেন